নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ হাওড়ায় ট্রেন দুর্ঘটনার জন্য শালিমার থেকে যে সমস্ত ট্রেন খড়গপুর হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সেগুলি সঠিক সময় এখনো পৌঁছায়নি এমনটাই অভিযোগ ট্রেন যাত্রীদের। সেই কারণে ট্রেন যাত্রীরা খড়গপুর স্টেশনে কয়েক ঘন্টা ধরে বসে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে।
/anm-bengali/media/post_attachments/aefd72fb-416.png)
কিন্তু রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে সে ব্যাপারে এখনও পর্যন্ত জানায়নি, কতক্ষণ ধরে এভাবে বসে থাকবে যাত্রীদের জানা নেই।
/anm-bengali/media/post_attachments/6a7f8e57-cf5.png)
চিকিৎসার জন্য রুগীকে নিয়ে ভুবেনেশ্বরে সঠিক সময়ে পৌঁছতে পারবেন না বলে জানায় এক ট্রেন যাত্রী।