/anm-bengali/media/media_files/2025/10/30/whatsapp-image-2025-10-30-a7-2025-10-30-22-10-05.jpeg)
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ পিংলার গোপীনাথপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তিন বোন স্কুটি করে মেদিনীপুর থেকে সবংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সামনের এক বাইক হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের স্কুটি পিছন থেকে ধাক্কা মারে সামনের বাইকে। তাতে স্কুটি উল্টে রাস্তার ওপর পড়ে যায় তিনজনই, দুইজন রাস্তার উল্টোদিকে আর একজন রাস্তার দিকে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি রেশন বোঝাই লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালিকার।
মৃতের নাম একতা খাতুন (১১), বাড়ি সবং থানার অন্তর্গত ডাডরা গ্রামে। তার বাবা আবু তাহের খান পেশায় সেনা কর্মী। দুর্ঘটনায় আহত হয়েছেন বাকি দুই বোন। বর্তমানে তাদের একজন পিংলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, অন্য আরেকজন মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069162.jpg)
ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পিংলা থানায়। এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় তিন বোনকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণের জন্য যান চলাচলও ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লরিটি এবং তার চালকের সন্ধান পেতে তদন্ত শুরু হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us