/anm-bengali/media/media_files/iret5T0WSeKvbzBDb68K.jpeg)
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ টানা দুদিন ধরে চলছে বৃষ্টি। আর তারই মাঝে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার নীলগঞ্জ এলাকায় চন্দ্রকোনা-পলাশচাবড়ী রাজ্য সড়কে।
জানা গিয়েছে মৃত বাইক আরোহীর নাম আশীষ পাল, বয়স ২৪ বছর, চন্দ্রকোনার পিয়ারডাঙ্গায় গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, বাইকে করে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্য যাচ্ছিলেন আশীষ পাল নামের ওই যুবক। চন্দ্রকোনার নীলগঞ্জ এলাকায় টাটা ওয়ার্কশপে কাজ করতেন ওই যুবক। কর্মস্থল থেকে কয়েক কিমি আগেই পথ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
মৃতের পরিবারের এক সদস্য জানান,'' নীলগঞ্জ এলাকায় একটি আইচার গাড়ি ধাক্কা মারে এবং আশীষের মাথার উপর পিশে দিয়ে চলে যায়। '' স্থানীয়রা এই ঘটনার কথা জানতে পরে ঘটনাস্থলে যায় এবং পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। পাশাপাশি ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরিবারের দাবি,' আবহাওয়া খারাপ এবং গাড়ির গতিবেগ বেশি থাকার কারণেই এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ' পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে বলেও জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us