New Update
/anm-bengali/media/media_files/QzN1RSnnkioyVOnzNUrd.jpg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ বড়দিনের সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমের ঘোরে চিরনিদ্রায় ২ এবং অসুস্থ ৬ জন। জানা গিয়েছে, দুর্গাপুরের বিজোনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানের জানালা দরজা বন্ধ করা এক ঘরে কারিগররা রাতে ঘুমোচ্ছিলেন। ভোর রাতের দিকে অসুস্থ হয়ে পড়েন তারা। খবর পেয়ে দোকানের মালিক ছুটে আসেন ঘটনাস্থলে।
জানা গিয়েছে, মৃত দুই যুবক বাঁকুড়ার বাসিন্দা অতনু রুইদাস ও বিধান রুইদাস। মিষ্টির দোকানের গোডাউনের ঘরেই কাজে সেরে নিয়মিত ঘুমোতেন ও তাদের খাবার রান্না করতেন দোকানের কারিগররা। অসুস্থদের তড়িঘড়ি নিয়ে আসা হয় হাসপাতালে।
এই ঘটনায় রহস্য ও দানা বেঁধেছে। কিভাবে এই ঘটনা ঘটলো? মৃত্যুর কারণ কি? ময়না তদন্তের পর জানা যাবে এই ঘটনার আসল কারণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us