বেহাল রাস্তার কারণে ঢুকলো না অ্যাম্বুলেন্স,পথেই মৃত দশম শ্রেণীর ছাত্রী

বেহাল রাস্তায় ঢুকতেই পারলো না অ্যাম্বুলেন্স। পথেই প্রাণ হারালো দশম শ্রেণীর ছাত্রী।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-07-14 at 6.33.02 PM

নিজস্ব সংবাদদাতা - বেহাল রাস্তার জন্য গ্রামের ভিতরে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। দোলনায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১০ নম্বর ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের, বসন্তপুর এলাকায়।মৃত ছাত্রীর বয়স ১৬ বছর। ওই ছাত্রী কেরুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এ এন এম নিউজ।

জানা গেছে, গতকাল শনিবার দশম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির দোতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে, জীবিত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাস্তা। বেহাল রাস্তা হওয়ার কারণে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। তখনই স্থানীয় লোকজন ও পরিবারের লোকজনের সহায়তায় দোলনায় করে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। 

বেশ কিছুটা যাওয়ার পর, পাকা রাস্তায় উপর দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়ার পর, সেখানের চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। তবে স্থানীয়দের অভিযোগ রাস্তা বেহাল হওয়ার কারণে গাড়ি ঢুকতে পারেনি, সেই কারণেই অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে হসপিটালে আনতে। না হলে হয়তো বেঁচে যেত ওই ছাত্রী।

Manas


 এই বিষয়ে সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া জানান,''গতকাল এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তবে কতিপয় লোক যেভাবে রটাচ্ছে তা আদতে নয়। রাস্তার ধারে গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স এসেছিল। মেয়েটির বাড়িতে পারিবারিক কিছু সমস্যা ছিল তাই গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। কতিপয় লোক বদনাম করার জন্য দোলনা বানিয়ে এই ভিডিও বানিয়েছে। সবং-এর ওই গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশী রাস্তা করা হয়েছে।''