New Update
/anm-bengali/media/media_files/lXceZSVkJQ6cXolJuWvZ.jpg)
ফাইল ছবি
হরি ঘোষ, রানীগঞ্জ : ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু যুবকের। রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের ঘটনা। মৃত যুবকের নাম সজল মাঝি, বয়স ২৭ বছর। জিআরপি সূত্রে খবর, মৃত যুবক পুরুলিয়া বর্ধমান লোকাল ট্রেনে ছিলেন। কোনও কারণবশত ওই যুবক ট্রেন থেকে নেমে আবার ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। দুটি পা ট্রেনে কাঁটা পড়ে। স্থানীয়রা ওই যুবকের দুটি পা কেটে কোন প্রকার বের করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। জিআরপি সূত্রে খবর মৃত সজল মাঝি রাণীগঞ্জ নারাযন কুড়ি এলাকার বাসিন্দা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us