New Update
/anm-bengali/media/media_files/2024/10/22/QfIcJEuu6PUPPJSKCoSg.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ফের মধ্যমগ্রামে যশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল স্কুটার চালকের। অল্পের জন্য রক্ষা পান তাঁর স্ত্রী ও শিশু। স্কুটার চালককে নিয়ে ডাম্পারটি প্রায় ৩০০ মিটার এগিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। গতকাল রাতে মধ্যমগ্রামে যশোর রোডে দুর্ঘটনা ঘটে। বারাসাতের দিক থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন স্কুটার চালক, তাঁর স্ত্রী ও শিশু। ডাম্পারের পাশ দিয়ে যাওয়ার সময়, ধাক্কা লাগায় স্কুটার থেকে ছিটকে পড়েন ৩ জনই। স্ত্রী ও শিশু উল্টোদিকে পড়ায়, তাঁরা বেঁচে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটার চালকের।
/anm-bengali/media/media_files/2025/02/13/rcKU3HSKSgANu4sMHTok.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us