New Update
/anm-bengali/media/media_files/768O1Z5Ru6F23elVQETP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির জলে জলমগ্ন মেছেদা বাজার। কোলাঘাটের মেছেদা বাজারে প্রবল বর্ষণের জেরে কোথাও হাঁটু সমান কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন মেছেদা বাজারের দোকানে।
/anm-bengali/media/media_files/TIT5C9Nqj8ItVabPBXHq.jpg)
মেছেদা বাজারে ব্যবসায়ীরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে মূলত নিকাশির ও ব্যবস্থার কারণে বেরোচ্ছে না বৃষ্টির জমা জল। বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারীককে জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
/anm-bengali/media/media_files/99eZMftTKZ8v4QbLXUPT.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us