New Update
/anm-bengali/media/media_files/2025/05/22/GHyPP2QftOlWVffX55Ve.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: নুলিয়াদের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক পর্যটক। বুধবার দুপুর ২টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘায় হলিডে হোম ঘাটে গভীর সমুদ্রে তলিয়ে যাওয়া অবস্থায় নুলিয়ারা তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঐ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তির নাম গৌর মাইতি, বয়স আনুমানিক ৫০ বছর। তিনি দক্ষিণেশ্বরের বাসিন্দা। দীঘা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরণের ঘটনা যাতে না ঘটে তার জন্য আরো বেশি করে পুলিশ ও নুলিয়াদের টহলদারি বাড়ানো হবে।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/2024/10/23/WKQBw1dOJ8HK04hVy2BK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us