টাকাভর্তি মানিব্যাগ, মানবিকতার প্রমাণ দিয়ে ফিরিয়ে দিলেন টোটো চালক

সততায় খুশি মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 2.53.31 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মানবিকতার নজির গড়লেন টোটো চালক। কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মালিকের হাতে ফেরিয়ে দিলেন তিনি। তাতে বেশ কিছু টাকা, এটিএম, প্যান কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। সেই মানিব্যাগ যে ফিরে পাবেন তা কল্পনাও করতে পারেননি শহরের বৈশাখীপল্লী এলাকার বাসিন্দা। ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ মেদিনীপুর শহরে ডাকবাংলো রোড এলাকায়। জানা গিয়েছে, টোটোতে যাত্রী নিয়ে যাচ্ছিলেন আমির খাঁন। সেই সময় ডাকবাংলো এলাকায় দেখতে পান চলন্ত স্কুটি থেকে একটি ব্যাগ পড়ে যেতে। পেছন থেকে ডাক দিলেও স্কুটি চালক ওই মহিলা শুনতে পাননি। সেই ব্যাগ কুড়িয়ে জমা দেন টোটো ইউনিয়ন অফিসে। ব্যাগের ভেতর আধার কার্ডে নাম দেখে ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ইউনিয়ন নেতৃত্ব বুদ্ধদেব মহাপাত্র। রাতেই মহিলা ও তার স্বামী এসে ব্যাগ ফিরে পান। টোটো চালকের উন্নত মানবিকতায় খুশি ওই দম্পতি।

Screenshot 2025-12-11 114416