মুষলধারে বৃষ্টি, জলস্তর বাড়ছে, চিন্তায় মানুষ

কোথায় হল বৃষ্টি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-14 at 5.53.31 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সকাল থেকে আকাশের মুখভার, দফায় দফায় চলছে বৃষ্টি। বেলা বাড়তেই সেই  বৃষ্টির পরিমাণও বেড়ে চলেছে। চন্দ্রকোনা শহরে মুষলধারে ভারী বৃষ্টি হয়ে চলেছে। প্রায় একঘন্টা টানা চলতে থাকা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। তবে নতুন করে আবহাওয়ার পরিবর্তন ও দফায় দফায় বৃষ্টির জেরে চিন্তা বাড়ছে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের। চন্দ্রকোনায় নদীগুলির জলস্তর কমতে শুরু করেছিল। ঘাটাল মহকুমা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী জলস্তর বৃদ্ধি পাচ্ছে শিলাবতী ও কেঠিয়া নদীতে। গত কয়েকদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে ঘাটাল। এরই মাঝে আবহাওয়ার এহেন পরিবর্তনে কপালে চিন্তার ভাঁজ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের।

Screenshot 2025-07-14 174831