উত্তর ২৪ পরগনায় অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ধরা বাংলাদেশ পুলিশের শীর্ষ আধিকারিক

বিএসএফের হাতে ধরা বাংলাদেশ পুলিশের শীর্ষ আধিকারিক।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-24 8.57.12 AM

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। গতকাল সন্ধ্যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি পুলিশ আধিকারিককে আটক করে, অভিযোগ তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিএসএফ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টার মধ্যে হাকিমপুর বর্ডার আউটপোস্টের নিকটে ওই বাংলাদেশি পুলিশ আধিকারিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই বিএসএফের টহলদল তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাঁর পরিচয় প্রকাশ্যে আসে—তিনি বাংলাদেশ পুলিশের এক সিনিয়র অফিসার।

আটকের পর বিএসএফ তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী স্থানীয় থানায় হস্তান্তর করে। বর্তমানে ওই পুলিশ আধিকারিককে পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঠিক কী কারণে তিনি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

বিএসএফের এক কর্তা জানান, “আমাদের টহলদল নজরদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। নিয়ম মেনে তাঁকে আটক করা হয় এবং পরবর্তী সময়ে রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

এই ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিএসএফ আশ্বস্ত করেছে যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি কূটনৈতিক পর্যায়ে পৌঁছতে পারে, কারণ একজন বাংলাদেশি পুলিশ আধিকারিকের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে বলে জানা গেছে।