/anm-bengali/media/post_banners/syej1iMFSSVEi0aZLVlG.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ ৩০ এপ্রিল ২০২৫। একদিকে যেমন কলকাতা ও তার আশেপাশে চলছে তীব্র দাবদাহ, অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখা দিচ্ছে কালবৈশাখীর সম্ভাবনা। সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও, রোদের তেজ একটুও কমেনি। তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে রয়েছে ৮৫ শতাংশ পর্যন্ত আর্দ্রতা—ফলে গরমের সঙ্গে অস্বস্তিও চরমে।
কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার আকাশে সন্ধ্যার পরে জমতে পারে কালো মেঘ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বস্তি পেতে পারেন পশ্চিমাঞ্চলের বাসিন্দারা।
/anm-bengali/media/media_files/2025/04/21/sTLy5sj2VZnTV6t2L9Iu.webp)
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে দিনভর আকাশ থাকবে আংশিক মেঘলা। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ কিমি বেগে বাতাস বইছে, যা গরমের মাঝেও কিছুটা প্রশান্তি দিতে পারে।
আবহাওয়া দফতর থেকে পরামর্শ দেওয়া হয়েছে, দুপুরের পর বাইরে বের হওয়ার সময় যেন ছাতা ও জল রাখা হয় সঙ্গে। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
এভাবে গরম চলতে থাকলে শহরবাসীর একমাত্র ভরসা ‘কালবৈশাখী’। আপাতত চোখ রাখা কালো মেঘের দিকেই!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us