মেষ-বৃষ-মিথুন-কর্কট: কার কপালে সুখবর, কে পড়বে চাপে? আজকের রাশিফল জানুন

মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের জন্য দিন কেমন যাবে? মানসিক চাপ না কি আর্থিক লাভ—আজকের রাশিফলে জেনে নিন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা : আজকের দিনটি অনেকের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কেউ মানসিক চাপে থাকবেন, কেউ আবার পাবেন সুখবর বা আর্থিক লাভের সুযোগ। দেখে নিন মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির আজকের রাশিফল—

মেষ রাশির ভাগ্যে কী আছে আজ?

মেষ: মানসিক চাপে দিন

পারিবারিক দায়িত্ব আজ আপনাকে কিছুটা চাপের মধ্যে ফেলতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ কম থাকবে। তবে দিনের শেষে কারও কাছ থেকে আসা একটি ভালো খবর আপনার মন ভালো করে দিতে পারে।

বৃষ Horoscope.webp

বৃষ: পারিবারিক শান্তিতে কাটবে দিন

আজ আপনার অনেক দিনের পারিবারিক কাজ সফলভাবে সম্পন্ন হতে পারে। আত্মবিশ্বাসে ভর করে কাজ করলে অর্থনৈতিক দিক থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি বজায় থাকবে।

মিথুন রাশির জাতক-জাতিকারা জেনে নিন, কেমন যাবে দিনটি?

মিথুন: সুখবরের অপেক্ষায় দিন

আজ আপনার জন্য আসতে পারে কাঙ্ক্ষিত কোনো সুখবর। পরিবারে সময় কাটানো উপকারী হবে। আর্থিক বিনিয়োগ থেকেও লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে।

কর্কট রাশি: চিন্তা বৃদ্ধি

কর্কট: পারিবারিক সমস্যায় কষ্টের দিন

আজ কর্কট রাশির জাতক-জাতিকারা ঘনিষ্ঠ কারও সঙ্গে ভুল বোঝাবুঝিতে পড়তে পারেন। আপনজনদের দ্বারাই মানসিক অশান্তি তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় তর্ক বা বিবাদ থেকে দূরে থাকুন, না হলে দিনটা বিঘ্নিত হতে পারে।