কুম্ভ-মীনের জীবনে আজ আসছে নতুন মোড়! কী খবর দিচ্ছে রাশিফল?

কুম্ভ পেতে পারে পুরনো খবর, মীন আবেগে ভাসবে সৃজনশীলতায়। আজকের রাশিফল বলছে অনেক কিছু। জানুন কী অপেক্ষা করছে আপনার জন্য।

author-image
Debapriya Sarkar
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা : রাশিচক্রে আজ কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য রয়েছে কিছু বিশেষ বার্তা। চলতি দিনের গ্রহ-নক্ষত্রের অবস্থান তাঁদের জীবনে কিছু নতুন ইঙ্গিত নিয়ে এসেছে। জেনে নেওয়া যাক, আজ কীভাবে কেটেছে বা কাটতে পারে আপনার দিন।

কুম্ভ রাশি: সর্বক্ষেত্রে সাবধান হন

কুম্ভ রাশি

আজ কুম্ভ রাশির জাতকরা কারও কাছ থেকে এমন এক পুরনো খবর পেতে পারেন, যা মনে করিয়ে দেবে অতীতের কোনও স্মৃতি। সেই খবর আপনার বর্তমান কোনও সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতেও পারে। এছাড়া, যাঁরা কোনও নতুন কাজ শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য আজকের দিনটি একেবারে উপযুক্ত। সঠিক সময়ে নেওয়া পদক্ষেপ ভবিষ্যতে উপকারে আসবে।

মীন রাশি: সাবধান হন

মীন রাশি

আজ মীন রাশির জাতকদের মন থাকবে বেশ আবেগপ্রবণ। তবে এই আবেগই আপনাকে টেনে নিয়ে যাবে সৃজনশীল কাজের দিকে। গান, ছবি আঁকা বা লেখালিখির মতো কাজে মন বসবে সহজেই। তাছাড়া, আজ এমন একটি প্রস্তাব পেতে পারেন, যেটি সরাসরি না বলতে পারবেন না। সেই প্রস্তাব আপনার জীবনে নতুন পথও খুলে দিতে পারে।