লাহোরে দফারফা এয়ার ডিফেন্স সিস্টেম, ভেঙে চুরমার করে দিল ভারতের হারপি ড্রোন
Big Breaking: পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করল ভারত, ১৫টি ভারতীয় সেনা ক্যাম্পের কিছুই করতে পারলো না পাক বাহিনী
BREAKING: বন্ধ হয়ে গেল সীমান্তে রিট্রিট অনুষ্ঠান! কোনো ভারতবাসী আর দেখতে পাবে না
BREAKING: বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মোদী!
শুধু সেনাবাহিনী বা সরকার নয়, আজ দেশের শত্রুদের সাথে লড়তে প্রস্তুত ১৪০ কোটি ভারতীয়!
পরিস্থিতি আরও খারাপ করা আমাদের উদ্দেশ্য নয়- ভারতের লক্ষ্য হয়ে গেল সাফ
BIG BREAKING: অপারেশন সিঁদুর এখনও চলছে, নিকেশ ১০০ পাক জঙ্গি!
পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন
পাক সেনার নিশানায় সেই সাধারণ নাগরিক, তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছে ভারত

প্রেম, পরিবার না কর্মক্ষেত্র—আজ কোথায় বেশি মনোযোগ দেবেন? দেখে নিন মকর, কুম্ভ ও মীনের রাশিফল

জানুন ১৬ এপ্রিল ২০২৫-এর মকর, কুম্ভ ও মীন রাশির আজকের ভাগ্য—প্রেম, কর্ম, ও আর্থিক পরিস্থিতি নিয়ে কী বলছে আপনার রাশিফল?

author-image
Debapriya Sarkar
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা : দৈনন্দিন জীবন ও ভাগ্যের হালচাল জানুন আপনার রাশিফল দেখে। মকর ও মীন রাশির জন্য কেমন যাবে আজকের দিন, দেখে নিন এক ঝলকে।

আজ সারাদিন কেমন যাবে মকর রাশির জাতক - জাতিকাদের?

মকর রাশি:

আজ আপনার আত্মবিশ্বাস ভাল থাকবে আর কাজের চাপও কম থাকবে, ফলে কিছুটা আরাম পাবেন। পুরনো কোনো অর্থ বিনিয়োগ আজ লাভ এনে দিতে পারে। পরিবারের সঙ্গে খোলামেলা কথা বললে উপকার হবে, অহংকার করলে সমস্যা বাড়তে পারে। প্রেমে সুখবর আসতে পারে, তবে কর্মক্ষেত্রে সাবধান থাকুন—তদন্ত হলে বিপদে পড়তে পারেন।

কুম্ভ রাশি: সর্বক্ষেত্রে সাবধান হন

কুম্ভ রাশি:

আজ কাজে চাপ আর ঘরে অশান্তি মন খারাপ করতে পারে। পরিবারের কারো অসুস্থতায় খরচ বাড়বে, তবে ওটাই এখন সবচেয়ে জরুরি। আজ অনেকেই বন্ধুত্ব করতে চাইবে, কিন্তু প্রেমে নিজের কথা এখন না বলাই ভালো। একা সময় কাটাতে ভালো লাগবে, ঘর গোছাতেই ব্যস্ত থাকতে পারেন। সঙ্গীর একটি কাজে বিরক্তি আসলেও পরে বুঝবেন, সেটা ভালোই হয়েছে।

মীন রাশি: কেমন যাবে আজকের দিন?

মীন রাশি:

আজ কিছুটা মানসিক চাপ এড়াতে হবে। কাজের ক্ষেত্রে ভুল করলে আর্থিক ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকুন। পরিবারে আপনার সরল ব্যবহার সবার মন জয় করবে। প্রেমে সুন্দর মুহূর্ত আসতে পারে। অবসরে ধর্মস্থানে সময় কাটানো মন ভালো করে দেবে। জীবনসঙ্গীর কাছ থেকে আজ একটুখানি বাড়তি ভালোবাসা পেতে পারেন।