অবহেলায় পড়ে কবিতীর্থ চুরুলিয়া, সরব BJP নেত্রী

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আজকের দিনেই বিদ্রোহী কবি জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) চুরুলিয়ায় এসে কবির এবং কবি পত্নী প্রমীলা দেবীর সমাধি স্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

author-image
SWETA MITRA
New Update
najrul.jpg

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া: আজবিদ্রোহীকবিকাজীনজরুলইসলামেরজন্মবার্ষিকী। আজকেরদিনেইবিদ্রোহীকবিজামুড়িয়ারচুরুলিয়াগ্রামেজন্মগ্রহণকরেছিলেন। আর এইউপলক্ষেআসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপল (Agnimitra Paul) চুরুলিয়ায় এসেকবিরএবংকবিপত্নীপ্রমীলাদেবীরসমাধিস্থলেশ্রদ্ধাজ্ঞাপনকরেন। এরইসাথেএকাডেমিঘুরেদেখেন বিজেপি বিধায়ক। সেইসঙ্গেকবিরলেখাকবিতা ,কবির পোশাক ,বাদ্ধযন্ত্র ,কবিরব্যবহৃতবিছানাদেখেএকদিকেযেমন মুগ্ধ হন অগ্নিমিত্রা, ঠিক তেমনইদুঃখপ্রকাশওকরেনবিধায়ক। অগ্নিমিত্রা বলেন, ‘বর্তমানরাজ্যসরকারেরজন্যআজএইকবিতীর্থনষ্টহতেচলেছে।‘ এরইসাথেতিনিজানানযেআজকবিরজন্মদিনঅথচরাজ্যসরকারেরতরফেকবিরপ্রতি কোনওপদক্ষেপনেই। অগ্নিমিত্রা জানান, শান্তিনিকেতনেগুরুরবীন্দ্রনাথঠাকুরেরজন্মভিটাআছে, সেখানেএতসুন্দরপরিবেশ আছে। এমনকিসেখানে সমস্তকিছুদেখারমতো রয়েছে। অথচআজএইকবিতীর্থচুরুলিয়া শেষের মুখে। রাজ্যসরকারএইদিকে তাকাচ্ছে না।  এইবিষয়েরাজ্যপালকেজানাবোএবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও কথা বলবো।‘