/anm-bengali/media/media_files/NHqYtZUP0brdU3bH2kiD.jpg)
নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া: আজবিদ্রোহীকবিকাজীনজরুলইসলামেরজন্মবার্ষিকী। আজকেরদিনেইবিদ্রোহীকবিজামুড়িয়ারচুরুলিয়াগ্রামেজন্মগ্রহণকরেছিলেন। আর এইউপলক্ষেআসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপল (Agnimitra Paul) চুরুলিয়ায় এসেকবিরএবংকবিপত্নীপ্রমীলাদেবীরসমাধিস্থলেশ্রদ্ধাজ্ঞাপনকরেন। এরইসাথেএকাডেমিঘুরেদেখেন বিজেপি বিধায়ক। সেইসঙ্গেকবিরলেখাকবিতা ,কবির পোশাক ,বাদ্ধযন্ত্র ,কবিরব্যবহৃতবিছানাদেখেএকদিকেযেমন মুগ্ধ হন অগ্নিমিত্রা, ঠিক তেমনইদুঃখপ্রকাশওকরেনবিধায়ক। অগ্নিমিত্রা বলেন, ‘বর্তমানরাজ্যসরকারেরজন্যআজএইকবিতীর্থনষ্টহতেচলেছে।‘ এরইসাথেতিনিজানানযেআজকবিরজন্মদিনঅথচরাজ্যসরকারেরতরফেকবিরপ্রতি কোনওপদক্ষেপনেই। অগ্নিমিত্রা জানান, ‘শান্তিনিকেতনেগুরুরবীন্দ্রনাথঠাকুরেরজন্মভিটাআছে, সেখানেএতসুন্দরপরিবেশ আছে। এমনকিসেখানে সমস্তকিছুদেখারমতো রয়েছে। অথচআজএইকবিতীর্থচুরুলিয়া শেষের মুখে। রাজ্যসরকারএইদিকে তাকাচ্ছে না। এইবিষয়েরাজ্যপালকেজানাবোএবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও কথা বলবো।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us