New Update
/anm-bengali/media/media_files/dMSDzNgfNWLvmuTp2jMW.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের জেলা যুব সভাপতি আশিফ আহমেদের গালে চড় মারলেন পুলিশ অফিসার। এই ঘটনায় শোরগোল ইসলামপুর বাসষ্ট্যান্ডে।
শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ইসলামপুর নেতাজি মোড়ে। যদিও ওই পুলিশ অফিসার দাবি করেন যে জেলা যুব সভাপতি আশিফ আহমেদ তাঁর কলার ধরে টান মারে।
/anm-bengali/media/post_attachments/24bfcbd5953434e710dd8353086b18d3a70ff15c4602908b74f826b1dcaf7870.webp)
থানা থেকে ওসি নির্মল দাসের নেতৃত্বে ব্যাপক পুলিশ সেখানে যায়। যুব সভাপতি জানান যে ঘটনাটি জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে জানানো হয়েছে। শনিবার সকালে ওই এএসআই বিপ্লব মণ্ডলকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us