সক্রিয় তৃণমূল কর্মী থেকে নির্দল প্রার্থী! বাড়ল দলের বিড়ম্বনা

পঞ্চায়েত ভোটের সময় যত এগিয়ে আসছে তত রাজনৈতিক দলগুলির অন্তর্নিহিত নানা বিষয় আসছে সামনে। এবার আবার সামনে এল একটি দলের কোন্দল।

author-image
Anusmita Bhattacharya
New Update
a93f3e7d-b832-4819-aa80-31d4a7587072

হরি ঘোষ, জামুড়িয়া: ২০২১ এর বিধানসভা নির্বাচনের সক্রিয় তৃণমূল কর্মীরা এবার নির্দল প্রার্থী দিয়ে দলেরই বিড়ম্বনা বাড়ালেন জামুড়িয়ায়। তাঁরা জানান দল তাঁদের সম্মান না দেওয়ার জন্য তাঁদের এই সিদ্ধান্ত।

পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের সমিতিতে বিবেতা বাস্কি, আনিল সিং নির্দল হিসেবে নিজেদের প্রতীক চিহ্ন এবং পড়াশিয়ায় সংসদ থেকে বেগম সাহেবা, তুলসি বাউরি, পায়েল মাঝি, সোহম হাঁসদা, সন্দীপ ভুইয়া, ক্ষমা বাউরি আজকে নির্দল হিসেবে নিজেদের প্রতীক চিহ্ন নিলেন। এছাড়াও চিচুড়িয়া পঞ্চায়েত থেকে রথিন্দ্রনাথ কুণ্ডু জানান যে চিচুড়িয়া পঞ্চায়েতের সংসদ নং ৫, ৬, ৯, ১০ এবং সমিতির থেকে পিএস ১০ নং- এ তাঁরা আজ নির্দল হিসেবে নিজেদের প্রতীক চিহ্ন নিতে এসেছেন।