New Update
/anm-bengali/media/media_files/pCzEwh3xjO4TzFbtF3XX.jpg)
নিউজ ডেস্কঃ পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের আগেই কেশপুর পঞ্চায়েত সমিতি দখল করে ফেলেছে শাসক দল তৃণমূল। বিরোধীরা যথাযথ প্রার্থী দিতে না পারায় পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল (TMC)।
/anm-bengali/media/media_files/51m8RcBDLBRyHcHAZLtI.jpg)
জেলার মধ্যে এটিই প্রথম পঞ্চায়েত সমিতি যা নির্বাচনের আগেই জয়লাভ করেছে তৃণমূল। সেই খুশিতে প্রার্থীদের নির্বাচনী প্রচার পরিণত হলো বিজয় মিছিলে। শেষ দিনের নির্বাচনী প্রচারে দেবাংশু ভট্টাচার্য্যের উপস্থিতিতে এদিনের এই সভা ও প্রচার অন্য মাত্রা পায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us