New Update
/anm-bengali/media/media_files/2025/11/12/whatsapp-image-2025-11-12-2025-11-12-17-26-09.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: তৃণমূলের শতাধিক কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দিল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল এরা। দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় এক বেসরকারি অতিথিশালায় এই যোগদান পর্ব সম্পন্ন হল। বিজেপি বিধায়কের দাবি, দুর্গাপুরের ৪০, ৪১, ৪২, ৪৩ সহ আশেপাশের ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিল। "বিজেপি বিধায়ক দিবা স্বপ্ন দেখছেন, বসে থাকা দলীয় কর্মীদের হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে এখন বিজেপিতে তৃণমূল কর্মীদের যোগদানের কথা বলছেন", পাল্টা তোপ দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার। এসআইআর আবহে শাসক বিরোধী তরজা তুঙ্গে এই বাংলায়। একই সাথে বাড়তি সংযোজন হল এই যোগদান পর্ব যাকে ঘিরে বলা যেতেই পারে ২০২৬ এর বাংলায় নির্বাচনের আগে ভোটের উত্তেজনার পারদ ধীরে ধীরে চড়ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/bjp-tmc-clash-2025-07-18-12-17-50.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us