/anm-bengali/media/media_files/bMmwywLYWvQLZJX5kZkc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা রাজ্য। গতকাল রাতে বিজেপি কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের সবং থানা ঘেরাও করেছে বিজেপি। বিজেপি অভিযোগ করেছে যে, সবং ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে রাতভর তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালিয়ে ভয় দেখাচ্ছে। তাই দোষীদের শাস্তির দাবীতে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।
/anm-bengali/media/media_files/htW6SmNEDezKCWNoG7NK.jpg)
/anm-bengali/media/media_files/HlTTcWKtKLZTea1Jrkso.jpg)
এই বিষয় নিয়ে অজিত দত্ত গুপ্ত বলেছন, “গতকাল রাত ৯টা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতনু সিংহের নেতৃত্বে বিজেপি কার্যকর্তাদের বাড়িতে গিয়ে মারধর করেছে। এছাড়াও ঘরবাড়ি ভাঙচুর করেছে। কার্যকর্তাদের মধ্যে ১৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।”
/anm-bengali/media/media_files/n2BtoawDrrkxKe0yQXSS.jpg)
যদিও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবু কালাম বক্স জানিয়েছেন, “এসব বিজেপির গোষ্ঠী কোন্দল। নিজেরাই মারামারি করছে। আর দোষ দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আগে তারা নিজেদের জায়গা ঠিক করুক।”
/anm-bengali/media/media_files/QvexB3eFZfxBUOt12EsC.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us