বেইমানি করেছে তৃণমূল! টিকিট না পেয়ে বামেদের দিকে ঝুঁকলেন শাসক কর্মী

টিকিট না পেয়ে এক দলের প্রার্থী অন্য দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে। শালবনীতেও একই ছবি। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক ঝুঁকলেন বামেদের দিকে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
election

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে দল টিকিট দেবে বলে প্রত্যাশা করলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি অনেক রাজনৈতিক দলের কর্মীরই। শাসক দলের অনেক প্রার্থী ইতিমধ্যেই টিকিট না পেয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদের হয়ে নতুবা নির্দল হিসেবে। এমন ছবি দেখা গেল শালবনীতেও। তৃণমূল টিকিট না দেওয়ায় অভিমানী সুকুমার ঘোষ ঝুঁকলেন বামেদের দিকে। ২৫ বছর ধরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তার। তিনি একজন সক্রিয় কর্মী।  দিদির দূত কর্মসূচিতে গিয়ে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিধায়ক জুন মালিয়া। তৃণমূলের সেই নেতা এবারের পঞ্চায়েত ভোটে লড়বেন সিপিআইএম প্রার্থী হিসেবে। মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য ছিলেন সুকুমার ওরফে চণ্ডী ঘোষ। এদিকে কালীঘাটের মেগা বৈঠক থেকে দলের টিকিট না পেয়ে অন্য দলের হয়ে লড়াই করা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। নমিনেশন প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে। এখন দেখার সুকুমার কী করেন।