রং খেলতে ডেকে কুপিয়ে খুন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্টকে

হোলির দিনেই হাড়হিম করা ঘটনা ঘটলো খড়দায়।

author-image
Debjit Biswas
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : রং খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে, কুপিয়ে খুন করা হল এক যুবককে। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে খড়দায়। সূত্র মারফত জানা গেছে, অমর চৌধুরী নামের এক যুবককে রং খেলতে ডেকে নিয়ে যান তারই কিছু বিশেষ পরিচিত ব্যক্তি। রং খেলার সময় তাদের সাথেই কোনও কারণে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। 

Murder

এরপরেই তাকে কুপিয়ে খুন করা হয়। মনে করা হচ্ছে কোনও পুরোনো বিবাদের জেরেই এই খুন করা হয়েছে। এই যুবক খড়দার এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ট বলেও যথেষ্ট পরিচিত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।