New Update
/anm-bengali/media/media_files/2025/05/27/qN4XFNsy9HSWQZoHyq7u.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আবারও তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতি নির্বাচনে জয়। পিংলা ব্লকের জলচক ৯ /১ অঞ্চলের অন্তর্গত বড়িশা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড- এর ২৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ২ দিন নমিনেশন ছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক দল নমিনেশন না করায় ৯ টি আসনের ৯ টি তেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তারপরেই পিংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠে। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতিসহ ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা এলাকায় মিছিল করে সবুজ আবির নিয়ে খেলে। মিষ্টি বিতরণও করা হয় এদিন।
/anm-bengali/media/media_files/nuwqRoTHJlnZJk7d9beg.jpg)
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us