ফের জোড়া গ্রাম দখল তৃণমূলের!

শুধু উত্তর ২৪ পরগনা নয়, এর পাশাপাশি গতকাল আসনসোলের জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল শাসক শিবির।

author-image
Aniruddha Chakraborty
New Update
tmc birbhum

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ গ্রাম দখলের লড়াইয়ের এখনও বাকি কয়েকদিন। এরই মধ্যে শাসকদলের জয়ের খবর এল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও হাড়োয়া থেকে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল।

শুক্রবার সকাল থেকে মিষ্টিমুখ করে ও ফুলের মালা পরিয়ে প্রার্থীদের জয় উদযাপন করল শাসক শিবির। শুধু তাই নয়, এদিন বিজয় মিছিলও বের করে তৃণমূল। উড়ল সবুজ আবির। 

জানা গিয়েছে, বসিরহাটের হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ২৩টি গ্রাম সভা, ৩টি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল শাসক দল। এবং একই সঙ্গে মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি গ্রাম সভা ও ৩টি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল শাসক দল।