New Update
/anm-bengali/media/media_files/UXfkznrrEMKVHQEqQWCy.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে বিজেপির বুথ সভাপতিকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের পানিথর এলাকায়। বিজেপি নেতা অজিত দত্ত গুপ্তর অভিযোগ, 'রাতে কাজ সেরে আমাদের বুথ সভাপতি বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের লোকজন তার ওপর হামলা চালায়। মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরে তাকে সবং হাসপাতালে ভর্তি করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি'।
অপরদিকে বলপাই অঞ্চলের তৃণমূল নেতা গৌর বেরার দাবি, 'ওই ছেলেটি মদ্যপ অবস্থায় পড়ে ছিল। তাতেই আহত হয়। আমাদের কর্মীরাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুশ্রূষা করে। এদের অভিযোগ ভিত্তিহীন'।
/anm-bengali/media/post_attachments/70487cbdaa53c2c21971742d8895c0575374b32f5251e4ca7d7d3a92aa5da8f9.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us