TMC vs BJP! মারধর, ভাঙচুর! আবার ধুন্ধুমার কাণ্ড

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভোট হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে যে হিংসা এবং খুনোখুনি শুরু হয়েছে তার রেশ যেন কাটছেই না। এবার মারামারির খবর উঠে এল বাংলা থেকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmc bjp.jpg

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়া থানার চকগোপাল গ্রামের বিজেপি-তৃণমূলের সংঘর্ষ। এই ঘটনায় দুই পক্ষের তরফেই আহত বেশ কয়েকজন।বিজেপির অভিযোগ যে গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপি জয়লাভ করার পরেই তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে ও ভাঙচুর চালায়। ইতিমধ্যে বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে  চিকিৎসাধীন। পাল্টা তৃণমূলের অভিযোগ যে বিজেপি গ্রাম পঞ্চায়েতে জিতে যাওয়ার পর তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ চালায়। ইতিমধ্যে তৃণমূলের বেশ কয়েকজন কর্মীকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তৃণমূল ও বিজেপি দুই তরফ থেকেই থানায় অভিযোগ জানানো হয়। ইতিমধ্যে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত পাঁশকুড়ার চকগোপাল এলাখা।