New Update
/anm-bengali/media/media_files/2025/02/08/1UrGpzwbpqiKCDZKpxwo.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আজ ভোটার তালিকার স্ক্রুটিনি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/media_files/2025/03/15/kUshQqAkbEIEGMwWf9SQ.jpg)
কুণাল ঘোষ এই বৈঠক সম্পর্কে জানান, ভোটার তালিকার সঠিকতা নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সকল সদস্যকে ভোটার তালিকা যাচাইয়ের জন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
ভোটার তালিকার স্ক্রুটিনি নিয়ে @AITCofficial সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বৈঠক ও নির্দেশনামা। মূল বক্তা সর্বভারতীয় সাধারণ সম্পাদক @abhishekaitc অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। pic.twitter.com/bffB8bcAau
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us