/anm-bengali/media/media_files/66a67NkC4wb3Dp5vWdqf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর বাড়িতে জল বন্ধ করল তৃণমূল। জল বন্ধের অভিযোগ পেয়ে, বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছে যায় বিজেপি জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। প্রার্থীর বাড়ি থেকে বিডিওকে ফোন করেন বিজেপি নেতারা এবং কড়া ভাষায় ধমক দেন বিডিওকে। বিজেপি নেতারা বিডিওকে ফোন করে বলেন, 'আপনাকে কড়া ভাষায় বলছি শুনুন আপনার সঙ্গে গল্প করার জন্য ফোন করিনি। আপনাকে শাসকদলের চটি চাটার জন্য রাখা হয়নি, দ্রুত জল না এলে আমরা এখানেই বসে থাকব।'
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাংরুল অঞ্চলের ২২৩ নম্বর বুথের আগড়া গ্রামের বিজেপি প্রার্থী ভারতী দিগার। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটে ভারতী নমিনেশন দেওয়ার পর থেকে তৃণমূল পরিচালিত মাংরুল গ্রাম পঞ্চায়েতের নেতা-কর্মীরা সজল ধারার পানীয় জল বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে বিজেপি প্রার্থী ব্লকের বিডিওকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, 'বিডিওকে জানানোর পর বিডিও বলে যে ঘন্টাখানেকের মধ্যে জল চলে যাবে কিন্তু দুই তিন দিন পেরিয়ে গেল এখনও পানীয় জল আসেনি।'
পানীয় জল না পেয়ে গ্রীষ্মের তীব্র দাবদাহে চরম সমস্যায় বিজেপি প্রার্থীর পরিবার। ঘটনার খবর পেয়ে রবিবার দুপুর নাগাদ, বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছান ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির একাধিক নেতা-কর্মীরা। বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেন বিজেপির জেলা সভাপতি। এমনকি জল না পাওয়ায় ব্লকের বিডিওকে ফোন করে ধমক দেন জেলা বিজেপির সভাপতি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us