বিজেপির এলাকায় স্তব্ধ উন্নয়ন! তৃণমূলকে জবাব গ্রামবাসীর

ভোট মিটতেই মুখ খুবড়ে পড়লো উন্নয়ন! রাজনীতি! কাজ বন্ধ করলো তৃণমূল। বিজেপির এলাকায় ব্যাপক উত্তেজনা। বন্ধ হল রাস্তা তৈরি। তবে সমস্যা সমাধানে এগিয়ে এলেন স্থানীয়রাই।

author-image
Pallabi Sanyal
New Update
vfr

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোট পর্ব মিটতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এবার অভিযোগ উঠলো উন্নয়নের কাজ মাঝপথে বন্ধ করে দেওয়ার। এর আগে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ও তার স্বামীকে রাস্তা নির্মাণের কাজে হাত লাগাতে দেখা গিয়েছিল এবার বাধার মুখে রাস্তা নির্মাণের কাজে হাত লাগালেন খোদ গ্রামবাসীরাই। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়াড়ি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।

dd

যেখানে তিনি দাবি করেছেন, বিজেপি করার অপরাধে লাউদোহা ব্লকের গৌরবাজার অঞ্চলের শ্রীরকৃষ্ণপুর গ্রামের উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল। এদিকে রাস্তা না হলে যোগাযোগ ব্যবস্থা নিয়ে দুর্ভোগের শিকার হতে হবে সাধারণ মানুষকে। তাই জবাব দিয়ে গ্রামবাসীরা নিজেরাই লেগে পড়েছেন রাস্তা তৈরির কাজে। বিজেপি নেতা কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তার উপস্থিতিতে মাটি কাটার কাজ চলছে বোঝাই যাচ্ছে। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তিনি। উৎসাহ দেন কাজে।