রেল দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে তৃণমূল

কথা রাখছে তৃণমূল। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে রাজ্যের শাসক দল। তুলে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য।

author-image
Pritam Santra
New Update
TMC

নিজস্ব সংবাদদাতাঃ উড়িষ্যার বালেশ্বরে বাহানগা বাজার রেল স্টেশনে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের পাহাড়িচক গ্রামের দুই যুবক। আর শুক্রবার সেই দুই যুবকের বাড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আর্থিক সাহায্য নিয়ে গেলেন জেলা তৃণমূলের সভাপতি। এদিন ওই দুই পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় ২ লক্ষ টাকা করে অনুদান। প্রসঙ্গত, করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় চেন্নাই যাওয়ার পথে মৃত্যু হয়েছিল পাহাড়িচক গ্রামের বাসিন্দা ডেভিড জানা ও অচিন্ত্য মাইতির। এই দুর্ঘটনা পর রাজ্য সরকারের পক্ষ থেকে দুই পরিবারের একেকজন সদস্যকে স্পেশাল হোম গার্ডের চাকরি ও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন ওই পরিবারগুলির হাতে ২  লক্ষ টাকা করে সাহায্য তুলে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। টাকা তুলে দেন জেলার তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। আর্থিক অনুদান তুলে দিয়ে সুজয়বাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে এই আর্থিক অনুদান পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়।" আগামী দিনে এই পরিবারগুলির সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকবে বলে দাবি করেন তিনি।