/anm-bengali/media/media_files/HK7YpgPpMN55x3H8ON25.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িতেহতে চলেছে উপ নির্বাচন। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে এক লম্বা চওড়া তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। ১৫-ধূপগুড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলী ঘোষ দস্তিদার, অরুপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, গৌতম রব্বানি, দেব, মিমি চক্রবর্তী, সত্যজিৎ বর্মণ, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মান্ডি, বিরবাহা হাঁসদা, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, মলয় ঘটক, প্রমুখ।
All India Trinamool Congress releases list of Star Campaigners' List for the Bye-Election in 15-Dhupguri (SC) Assembly Constituency, West Bengal pic.twitter.com/7x3BhqbBxT
— ANI (@ANI) August 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us