প্রধানমন্ত্রীর সভাস্থলে ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের

যে মাঠে প্রধানমন্ত্রী সভা করেছিলেন, সেই নেহেরু স্টেডিয়ামে ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-20 9.48.50 AM

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে শুক্রবার জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সভার  জেরে স্টেডিয়াম জলা জমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলে ধানের চারা রোপন করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। অন্যদিকে পাল্টা স্লোগান দিতে দেখা গেল বিজেপি কর্মীদেরও, তৃণমূলের জেলা সভাপতি নাটক করছেন বলে  কটাক্ষ বিজেপির।

 শুক্রবার রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীন জহরলাল নেহেরু স্টেডিয়ামে জোড়া সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিনভর বৃষ্টি হয়, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরও মাঠের অবস্থা একেবারে বেহাল হয়ে যায়, জল জমে যায়। তৃণমূল জেলা সভাপতির অভিযোগ "রঞ্জি ট্রফি থেকে শুরু করে বড় বড় টুর্নামেন্ট হয়েছে এই মাঠে। দুর্গাপুরের ঐতিহ্য বলা যেতে পারে এই নেহেরু স্টেডিয়ামকে। দুর্গাপুরের অন্য জায়গাতে সভা করা যেতো। কিন্তু সেই সব জায়গা ছেড়ে খেলার মাঠে সভা করে সব শেষ করে দিলেন প্রধানমন্ত্রী। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কে চিঠি করেছি। দ্রুত নেহেরু স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।"

পাল্টা কটাক্ষ করে জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও অভিজিৎ দত্ত বলেন, "কেন্দ্রীয় সরকারের জমিতে প্রধানমন্ত্রী সভা করেছেন। এখনো ২৪ ঘন্টা কাটেনি প্যান্ডেল খোলার কাজ চলছে। তার আগেই তৃণমূলের জেলা সভাপতি এসে ধানের চারা রোপণ করলেন, উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন। সেই জন্যই এই সব নাটক করছেন"।