/anm-bengali/media/media_files/2025/05/27/GexekCzAdkOK5jaVZjkE.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সম্প্রতি মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভূঁইয়াপাড়া এলাকায় বেশ কিছু বাড়িতে উচ্ছেদের নোটিশ ধরায় রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কয়েকটি বাড়ি উচ্ছেদ করেছে বলে জানা যাচ্ছে। আর তারই প্রতিবাদে মেদিনীপুর স্টেশনে রেলের স্টেশন ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।
তৃণমূল নেতৃত্বের দাবি, পুনর্বাসন না দিয়ে কোনওরকম উচ্ছেদ করা যাবে না। দীর্ঘ প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে স্থানীয় মানুষ ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করছে। কিন্তু ৭ দিনের নোটিশ ধরিয়ে তাদের বাড়ি উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাল তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভে নেতৃত্ব দেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, রাজ্য নেতৃত্ব প্রদ্যুৎ ঘোষসহ জেলার অন্যান্য নেতারা। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে আসলে আগামী দিনে আন্দোলন আর বড়সড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us