মমতার নির্দেশে সেনাদের সম্মান, ডেবরা-পিংলায় জাতীয় পতাকা হাতে তৃণমূলের মিছিল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেবরা ও পিংলায় জাতীয় পতাকা হাতে সেনাদের শ্রদ্ধা জানাতে মিছিল করল তৃণমূল। শহিদদের উদ্দেশ্যে পালন করা হয় নীরবতা।

author-image
Debapriya Sarkar
New Update
Anm

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারতীয় সেনাদের সম্মান জানাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও পিংলায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিশাল মহামিছিল। হাতে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে অংশ নেন তৃণমূলের নেতা-কর্মীরা।

publive-image

রবিবার বিকেলে ডেবরা ওভার ব্রিজের নিচে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জানানো হয়, পাশাপাশি দেশের জন্য শহিদ হওয়া সেনাদের উদ্দেশ্যে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। উপস্থিত ছিলেন ডেবরা ব্লক তৃণমূলের সহ-সভাপতি সীতেশ ধাড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেবরা বাজার চত্বরে ছড়িয়ে পড়ে এই মিছিল।

publive-image

অন্যদিকে, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিংলা এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় আরও একটি বিশাল পতাকা মিছিল। এতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শেখ সবেরাতি, ঘাটাল সাংগঠনিক জেলার যুব নেতা মানিক খান সহ আরও অনেক তৃণমূল কর্মী ও নেতৃবৃন্দ। এই কর্মসূচির মাধ্যমে দলীয় স্তরে সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।