নবজোয়ারে ভাটার টান! উদয়নের গড়ে ধরাশায়ী তৃণমূল!

ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ৩ জন পঞ্চায়েত সদস্য ও দিনহাটা ১-এর বি ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি যোগ দিলেন বিজেপিতে।

author-image
Pallabi Sanyal
New Update
tmc bjp

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোচবিহার থেকে তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি, নবজোয়ার যাত্রার সূচনা ঘটিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রার বয়স ১৭ দিন। এক মধ্যেই একের পর এক ভাঙনের ছবি ধরা পড়লো উত্তরবঙ্গে। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিকের  হাত ধরে বিজেপিতে নাম লেখালেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর  দিনহাটা বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বরা। ভেটাগুড়ি ১  নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ৩ জন পঞ্চায়েত সদস্য ও দিনহাটা ১-এর বি ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি যোগ দিলেন বিজেপিতে। এই নিয়ে তিনবার ঘটলো দলবদলের ঘটনা। এর আগে গত ৩০ এপ্রিল, ভেটাগুড়িতে ও ৩ মে, গোসানিমারিতে বিজেপিতে যোগ দেন তৃণমূলের নেতা-কর্মীরা।