শ্যুট আউটকাণ্ডে 'কর্মহীন' তত্ত্ব খাড়া করলেন TMC সাংসদ

ফের একবার বিতর্কের সৃষ্টি করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। ব্যারাকপুরে এক সোনার দোকানে শ্যুট আউটের (Barrackpore Shootout) ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
26 May 2023
শ্যুট আউটকাণ্ডে 'কর্মহীন' তত্ত্ব খাড়া করলেন TMC সাংসদ

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিতর্কের সৃষ্টি করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। ব্যারাকপুরে এক সোনার দোকানে শ্যুট আউটের (Barrackpore Shootout) ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে আজব তত্ত্ব খাড়া করলেন তৃণমূল সাংসদ (Saugata Roy)। তিনি বলেন, ‘শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হলেই তরুণরা কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন তরুণরা অপরাধের দিকে ধাবিত হয়। ব্যারাকপুর চটকল নির্ভর। কারখানা বন্ধ হলেই এসব হয়।' উল্লেখ্য, দুদিন আগেই ব্য়ারাকপুরের এক সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এলাকারই সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংহ।  তিনি বলেছেন, 'ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি চক্র চলছে।'