New Update
/anm-bengali/media/media_files/J4Gastv6cOx4yu6UUV6v.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ দিনের কাজ ও আবাসন প্রকল্পের জন্য বাংলাকে কবে এবং কত টাকা দিয়েছে বিজেপি? ওঁরা যদি ১০ পয়সার জন্যও প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি হাজার বার বলেছি যে ওঁরা একটা শ্বেতপত্র এনে বলুক যে এই তিন আর্থিক বছরে ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ এই তিন বছরে ওঁরা বাংলাকে ১০ পয়সাও দিয়েছে কিনা।"
#WATCH | Delhi: TMC MP Abhishek Banerjee says, "...When and how much did they (BJP) give money to Bengal for 100 days work and housing scheme? If they are able to prove even for 10 paise, I will quit politics. I have said thousands of times that they should bring a white paper… pic.twitter.com/ykK0bMEM2R
— ANI (@ANI) July 24, 2024