'৬৫ ইঞ্চি ছাতি নিয়ে ব্যক্তিগত আক্রমণ কেন?', মোদীকে প্রশ্ন অভিষেকের

তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শেষ হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এদিকে ফলতায় ডায়মন্ড হারবারের রিপোর্ট কার্ড পেশ করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।

author-image
SWETA MITRA
New Update
modi abhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজরবিবারছুটিরদিনফলতায়গিয়েবিজেপি (BJP)-রবিরুদ্ধেগর্জেউঠলেনডায়মন্ডহারবারেরতৃণমূলসাংসদঅভিষেকব্যানার্জি (Abhishek Banerjee)।পঞ্চায়েতভোটের (Panchayat Vote 2023)আবহেতপ্ত রাজ্য রাজনীতি। এরই মাঝে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করলেন অভিষেক। মূলত কয়লা পাচারকাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডি, সিবিআই-এর সমনকে হাতিয়ার করেন অভিষেক। এদিন তৃণমূল সাংসদ বলেন,‘প্রধানমন্ত্রীর নাকি ৬৫ ইঞ্চি ছাতি, আর এদিকে আমার বাচ্চা ছেলে মেয়েকেও ছাড়ছে না, মানুষ এর জবাব দেবে। আপনি রাজনীতির ময়দানে লড়ুন কেউ বারণ করছে না। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছেন কেন?’