New Update
/anm-bengali/media/media_files/Q0cpNAJHkOtu1yZrZys2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের আগে তৃণমূলে (TMC) নবীন-প্রবীণ দ্বন্দ্ব একদম চরমে উঠেছে। এদিকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay) আক্রমণ করলেন তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা তাপস রায়। তিনি (Tapas Roy) বলেন, 'সুদীপের জ্ঞান শুনে ওকে তুষ্ট করে চলতে হবে? যারা অভিষেক ঘনিষ্ঠ তাঁদের সুদীপ পছন্দ করে না। সুদীপ ভুলে গেছে, আমি ওর থেকে বেশিদিন তৃণমূলে আছি। গত ১৫ বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, এর বিচার হোক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us