বেলদায় উল্টো রথযাত্রায় বিধায়ক সৌমেন মহাপাত্র! করলেন স্মৃতিরোমন্থন

রথ নিয়ে কি বললেন বিধায়ক?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-05 at 8.39.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে উলটো রথে উপস্থিত তমলুক বিধানসভার বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র। এদিন বেলদা বাজার জুড়ে জগন্নাথ দেবের রথ পরিক্রমা করে। সেই রথের দড়িতে হাত লাগান সৌমেন মহাপাত্র। তিনি বলেন, "পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে আমার দীর্ঘ বছরের যাতায়াত ও সম্পর্ক। পিংলা বিধানসভার বিধায়ক থাকাকালীন গোটা পশ্চিম মেদিনীপুর জেলা ঘুরে বেড়িয়েছি। এই জেলার মানুষ আমাকে খুব ভালোবাসে। তাই ডাকলে ফিরিয়ে দিতে পারি না। এখন আমাকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার দায়িত্ব দিয়েছেন দিদি। মানুষ জিতিয়েছেন। যতদিন বিধায়ক আছি আমি এলাকার মানুষের উন্নয়ন করে যাব"।

WhatsApp Image 2025-07-05 at 8.39.25 PM (1)