‘গুলি খেয়ে যেতে পারি', আশঙ্কা করছেন খোদ তৃণমূল নেতা

খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খোদ শাসক দলের বিধায়ক। এবার কী হবে?

author-image
SWETA MITRA
New Update
MANORANJAN.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেনবলাগড়ের তৃণমূলবিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। দলের মধ্যে থেকেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এই বিধায়ক। তিনি বলেন, গুলিখেয়েযেতেপারি, নিরাপত্তা না পেলে আর এলাকায় যাবো না। বালি খাদান, জুয়ার ঠেক, মদের ঠেক নিয়ে বিরোধীতা করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে। গুলি চালিয়ে দিলে কী করবো? ছারপোকার মতো কিছু লোক দলটাকে শেষ করে দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, দলকে বলেও লাভ হচ্ছে না। আমি এখন একা হয়ে গিয়েছি। ভয় পাচ্ছি।‘