New Update
/anm-bengali/media/media_files/2025/02/09/ZLYKXN034pt2T5dKWuA8.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে এবার তৃণমূল বনাম তৃণমূল। তৃণম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নিশানায় দলেরই আরেক বিধায়ক। ২১ জুলাই- এর প্রস্তুতি সভায় ২ ব্লক সভাপতিকে আমন্ত্রণ, দাবি হুমায়ুনের। কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে আক্রমণ করেন তিনি। যুব তৃণমূলের জেলা সভাপতি ভীষ্মদেব কর্মকারকেও আক্রমণ। বলেন, "জেলা সভাপতি ভাবছেন ডুবে ডুবে জল খাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছে না"। ১৫ আগস্ট- এর পর থেকে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে নামবেন হুমায়ুন কবির, করলেন ঘোষণা। কান্দির বিধায়ক ভরতপুরের নেতাদের অক্সিজেন যোগালে পাল্টা লড়াই, হুঁশিয়ারি হুমায়ুনের। কান্দির বিধায়ক এই নিয়ে মুখ খোলেননি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/27/1000111780.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us