New Update
/anm-bengali/media/media_files/PJCaq7k31OLNpkLb0K50.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাগরদীঘির (Sagardighi) হারের রেশ এখনও কাটেনি ঘাস ফুল (TMC) শিবিরে। সোমবার জানা গিয়েছে সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলামকে 'শো কজ' করার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বেরাজুলের হাতে দ্রুত শো কজের চিঠি তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে বদল হয়েছে। দেবাশিস ব্যানার্জিকে সরিয়ে শামসুল হুদাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us