/anm-bengali/media/media_files/2025/05/18/sW0AIT9Gmmrs3bw68UjF.jpg)
নিজস্ব সংবাদদাতা : পুলওয়ামা হামলার পর সফল সিঁদুর অপারেশনে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিশেষ শ্রদ্ধা যাত্রা। শনিবারের পর রবিবারও শহরের রাস্তায় নেমে এলেন হাজারো তৃণমূল কর্মী ও সমর্থক। হাতে ছিল আড়াইশো মিটার দীর্ঘ জাতীয় পতাকা।
/anm-bengali/media/media_files/2025/05/18/1000206619-301242.jpg)
এই বিশেষ মিছিলে অংশ নেন প্রাক্তন সেনাকর্মীরাও। মিছিল শুরু হয় বিদ্যাসাগর হল চত্বর থেকে, যা শহরের রিং রোড ঘুরে শেষ হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি জানান, “দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাদের আত্মত্যাগের সম্মানেই এই পদযাত্রা।”
এদিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরও সম্মান জানানো হয়। তবে দু’দিন ধরে এই শ্রদ্ধা যাত্রা ঘিরে দলের অভ্যন্তরীণ মতবিরোধও প্রকাশ্যে আসে। শনিবার সাংসদ জুন মালিয়ার নেতৃত্বে যেই মিছিল হয়েছিল, তাতে উপস্থিত ছিলেন না বহু নেতাকর্মী। আবার সেই মিছিলে যারা ছিলেন, রবিবারের মিছিলে তাদের দেখা যায়নি।
যদিও এসব বিতর্ক ছাড়িয়ে সেনাবাহিনীকে সম্মান জানাতে রাস্তায় নেমে শহরের মানুষ যে বার্তা দিলেন, তা স্পষ্ট — “সেনা আমাদের গর্ব, আমরা তাদের পাশে আছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us