'তোর কুন কুন জায়গায় ব্যাথা'! - বিজেপিকে গান শোনাবেন TMC নেতা

পশ্চিমবঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এবার বিজেপিকে আক্রমণ করতে গান জুড়লেন তৃণমূল নেতা উদয়ন গুহ।

author-image
Anusmita Bhattacharya
New Update
udayan guha

উদয়ন গুহ

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এবার বিজেপিকে (BJP) আক্রমণ করতে গান জুড়লেন তৃণমূল নেতা (TMC Leader) উদয়ন গুহ (Udayan Guha)। কোচবিহারের দিনহাটার একটি কর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে গান বাঁধলেন তিনি। প্রকাশ্য সভা থেকে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। তাঁর দাবি, তৃণমূলে থেকে তৃণমূলের খেয়ে এমনটা করতে চাইলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এমনকি দাবি করলেন, "বিজেপি ভোট চাইতে এলে  মা-বোনেরা ঝাঁটা দিয়ে জোরে জোরে আওয়াজ করবেন ও গান করবেন তোর কুন কুন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা"।