ওড়িশায় রেল দুর্ঘটনা, মানবিক পদক্ষেপ নিলেন তৃণমূল বিধায়ক

উড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিধায়কের উপস্থিতিতে চন্দ্রকোনার শ্রীনগরে মোমবাতি মিছিল করল লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
tmc

নিজস্ব সংবাদদাতাঃ উড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিধায়কের উপস্থিতিতে চন্দ্রকোনার শ্রীনগরে মোমবাতি মিছিল করল লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের লক্ষ্মীপুর ১ নং অঞ্চলের শ্রীনগরে মোমবাতি মিছিল করে লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মল্লিক, লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোফু সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতা, কর্মীরা। মোমবাতি মিছিলটি শ্রীনগরে লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে শ্রীনগর বাজার পরিক্রমা করে। ২ দিন আগে উড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক যাত্রীর,আহত অনেকেই। ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় শোকজ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোমবাতি মিছিলটি করা হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক সেই প্রার্থনাই করেন বিধায়ক অরূপ ধাড়া।