ধর্ষণের অভিযোগ, নেতাকে অনির্দিষ্ট সাসপেন্ড করল তৃণমূল

অনির্দিষ্টকালের জন্যে সাসপেন্ড করা হল তৃণমূল নেতাকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। অভিযোগ সামনে আসার পরই ব্যবস্থা নিল তৃণমূল নেতৃত্ব। অনির্দিষ্টকালের জন্যে সাসপেন্ড করা হল তৃণমূল নেতা বাবর আলি শেখকে।

পঞ্চায়েত নির্বাচনে ভরতপুর থেকে জেলা পরিষদের আসনে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। সম্প্রতি কান্দি থানায় ওই তৃণমূল নেতার প্রতিবেশী অভিযোগ করেন, প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন বাবর। ধর্ষণের অভিযোগ যদিও অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। কিন্তু অভিযোগের প্রমাণ সামনে আসতেই তড়িঘড়ি দল থেকে অর্নিদিষ্টকালের জন্যে সাসপেন্ড করা হল অভিযুক্তকে।  

hiren