New Update
/anm-bengali/media/media_files/OzYsn50nAYRgHrR1Zxtn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটকে কেন্দ্র করে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক তাপ উত্তাপ যেন আরও বাড়ছে। এরই মাঝে ফের একবার বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন তৃণমূল নেতা ও রাজ্যতৃণমূলেরসহসভাপতিরবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তিনি বিজেপিকেবেঁধেরাখার নিদান দিলেন। তুফানগঞ্জের কর্মিসভা থেকেরবীন্দ্রনাথঘোষ জানান, ‘বিজেপিনেতাকর্মীরাভোটচাইতেএলেবেঁধেরাখুন। ১০০দিনেরওআবাসেরটাকাকেনআটকেতারকৈফিয়ত চান। বিজেপিকেজনবিচ্ছিন্নকরেদিন।‘ এদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘টিকিটপেতেতৃণমূলেরনেতামন্ত্রীদেরকুকথারপ্রতিযোগিতাচলছেযেন।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us