ভোট চাইতে এলে বিজেপি নেতা, কর্মীদের বেঁধে রাখুন: তৃণমূল নেতা

এবার বিজেপির নেতা, কর্মীদের বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল নেতা। চমকে গেলেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
tmc bjp uttar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটকে কেন্দ্র করে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক তাপ উত্তাপ যেন আরও বাড়ছে। এরই মাঝে ফের একবার বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন তৃণমূল নেতা ও রাজ্যতৃণমূলেরসহসভাপতিরবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তিনি বিজেপিকেবেঁধেরাখার নিদান দিলেন। তুফানগঞ্জের কর্মিসভা থেকেরবীন্দ্রনাথঘোষ জানান, বিজেপিনেতাকর্মীরাভোটচাইতেএলেবেঁধেরাখুন। ১০০দিনেরআবাসেরটাকাকেনআটকেতারকৈফিয়ত চান। বিজেপিকেজনবিচ্ছিন্নকরেদিন।এদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘টিকিটপেতেতৃণমূলেরনেতামন্ত্রীদেরকুকথারপ্রতিযোগিতাচলছেযেন।‘